Thursday, October 30, 2025

আগামী বছর স্বর্ণ-রুপার দাম লাফিয়ে বাড়ার পূর্বাভাস, কততে ঠেকবে?

আরও পড়ুন

বিশ্ববাজারে প্রতিদিন ‍ওঠানামা করছে স্বর্ণের দাম। এক দফা কমলে ১০ দফা বাড়ার কারণে এ দাম সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববাজারের সর্বশেষ আপডেটে রয়টার্স জানায়, স্পট স্বর্ণের দাম ২.২% বেড়ে প্রতি আউন্স ৪,১০৬.৪৮ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বরের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ৩.৩% বেড়ে ৪,১৩৩ ডলারে স্থির হয়েছে। তবে আর কতক্ষণ এ দামে স্বর্ণ বিক্রি হবে তা বলা মুশকিল। এ অনিশ্চয়তার চাপে বাড়ছে রুপার দামও।

আরও পড়ুনঃ  রুক্মিণীকে নিয়ে যা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী

এরই মধ্যে নতুন করে বাজার অস্থিতিশীল হওয়ার আভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বছর স্বর্ণের দাম আরও বাড়বে। সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে রুপার দামও।

ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রেইবল বলেন, স্বর্ণের দাম সহজেই তার ঊর্ধ্বমুখী গতি অব্যাহত রাখতে পারে। ২০২৬ সালের শেষ নাগাদ আমরা ৫,০০০ ডলারেরও বেশি দাম দেখতে পাব।

আরও পড়ুনঃ  সায়েন্স ল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

তেমনি এখন ব্যাংক অব আমেরিকা এবং সোসাইটি জেনারেলের বিশ্লেষকরা আশা করছেন, ২০২৬ সালে স্বর্ণের দাম ৫,০০০ ডলারে পৌঁছাবে। অন্যদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের পূর্বাভাস আগামী বছর গড়ে ৪,৪৮৮ ডলারে দাম উন্নীত করেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পণ্য গবেষণার গ্লোবাল প্রধান সুকি কুপার বলেন, এই উত্থানের কিছু ধাপ রয়েছে। তবে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য আগেই একটি স্বল্পমেয়াদি দাম সংশোধন করলে ভালো হবে।

এদিকে স্বর্ণের বাজারের টানাপোড়েনে স্পট সিলভার ৩.১% বেড়ে ৫১.৮২ ডলারে পৌঁছেছে। সেশনের শুরুতে রেকর্ড সর্বোচ্চ ৫২.১২ ডলারে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, রুপার দামও প্রতি আউন্স ৬৫ ডলারে উন্নীত হবে। গড় দাম হবে ৫৬ দশমিক ২৫ ডলার।

আরও পড়ুনঃ  রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটার নিহত

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ