Thursday, October 30, 2025

চাকসুর ভোট গণনা হবে যেভাবে

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দুই লেয়ারে ভোট গণনা হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ কথা জানান তিনি।

ড. কামাল উদ্দিন বলেন, চাকসুর ভোট গণনা হবে দুই লেয়ারে। ১৫ তারিখেই ফলাফল ঘোষণা করা হবে। ব্যালট পেপারের রঙ এখনো কেউ জানে না। সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করে ভোটের আয়োজন করছি।

এদিন সকালে নির্বাচন কমিশন সচিব অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভোটের দিনের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, ভোটারদের ক্যাম্পাসে প্রবেশের জন্য নির্ধারিত প্রবেশপয়েন্ট ব্যবহার করতে হবে। এর মধ্যে রয়েছে কাটা পাহাড় (বাণিজ্য অনুষদের সামনে), ৩নং গোডাউন (প্রফেসর ইউনূস ভবনের পূর্বপাশে) এবং শহীদ মিনারের দক্ষিণের আর্চওয়ে (লেডিস ঝুপড়ির সামনে)। প্রবেশের সময় বিশ্ববিদ্যালয় আইডি কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভ্যালিড ব্যাংক পে-স্লিপ দেখিয়েও প্রবেশ করতে পারবেন।

আরও পড়ুনঃ  এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা

ভোটকক্ষে প্রবেশের সময় নির্ধারিত ভবনের সামনের ব্যারিকেডে ভ্যালিড আইডি কার্ড দেখাতে হবে। ভোটাররা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আইডি মিলিয়ে যাচাই করানোর পর মোট পাঁচটি ব্যালট পেপার পাবেন। এর মধ্যে চারটি কেন্দ্রীয় চাকসু নির্বাচনের জন্য এবং একটি হল সংসদের নির্বাচনের জন্য। ভোটারদের আগে থেকেই চাকসুর ওয়েবসাইট থেকে নিজের ভোটকক্ষ ও কেন্দ্রের অবস্থান জানা জরুরি। প্রার্থীরা নিজ হলের কেন্দ্রে ভোট দেওয়ার পর পুনরায় নির্বাচনী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুনঃ  বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

নির্দেশিকায় ভোট প্রদানের নিয়মাবলিও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ভোটারদের নির্ধারিত গোপন কক্ষে প্রবেশ করে নির্ধারিত পেন ব্যবহার করে পছন্দের প্রার্থীর পাশে বৃত্ত পূর্ণভাবে ভরাট করতে হবে। কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ পাঁচটি, হল সংসদে সর্বোচ্চ তিনটি এবং হোস্টেল সংসদে সর্বোচ্চ তিনটি ভোট প্রদান করা যাবে। কোনো পদের জন্য নির্ধারিত সংখ্যার বেশি বৃত্ত ভরাট করলে শুধু সেই পদের ভোট বাতিল হবে, অন্যান্য পদের ভোট বৈধ থাকবে।

ভোট দেওয়ার পর নিজ হাতে ব্যালট নির্ধারিত বাক্সে ফেলতে হবে। কেন্দ্রীয় চাকসু ভোটের জন্য চারটি আলাদা বাক্স নির্ধারিত রয়েছে এবং হল সংসদের ব্যালট আলাদা বাক্সে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট সমাপ্তির পর ভোটারদের নির্ধারিত বিকল্প পথে কেন্দ্র ত্যাগ করতে হবে, যাতে কেন্দ্রে প্রবাহ ও শৃঙ্খলা বজায় থাকে।

আরও পড়ুনঃ  CA urges IFAD to create social business fund for young agri-entrepreneurs in Bangladesh

এবার চাকসুর সপ্তম নির্বাচনে ভোটার ২৭ হাজার ৫১৬ জন। যাতে ভিপি-জিএসসহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি। ১৫ হল ও হোস্টেল সংসদে পদ ১৪টি করে। যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ৪১৫। ৫টি অনুষদ ভবনে ১৫ কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৬০টি কক্ষে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ